হোম > বিশ্ব

১৫৪ ফিলিস্তিনি বন্দিকে নির্বাসনে পাঠাচ্ছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরাইল থেকে মুক্তি পাওয়া সব ফিলিস্তিনি দেশে ফিরতে পারছেন না। ১৫৪ জনকে জোর করে অন্যদেশে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরাইল। সোমবার একথা জানিয়েছে ফিলিস্তিনি বন্দিদের গণমাধ্যম কার্যালয়। খবর আল জাজিরার।

বহু প্রতিক্ষার পর ফিলিস্তিনি বন্দিদের মুক্তির খবরে আনন্দের বন্যা বয়ে যায় তাদের পরিবারে। তবে ১৫৪ জনের মুক্তি তাদের পরিবারের জন্য একইসঙ্গে আনন্দ ও কষ্টের। কারণ তাদের প্রিয়জনদের তৃতীয় দেশে নির্বাসিত করা হবে। নির্বাসনের খবরে হতবাক তারা।

তৃতীয় দেশে যাদের নির্বাসিত করা হচ্ছে, তারা ইসরাইলের মুক্তি দেয়া ফিলিস্তিনের বৃহত্তর একটি দলের অংশ। হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় ২০ জন ইসরাইলি জীবিত বন্দিকে মুক্তি দিয়েছে।

তবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে সে সম্পর্কে এখনো কোনো পরিস্কার তথ্য জানানো হয়নি। তবে এরআগে জানুয়ারিতে বন্দি বিনিময়ের সময় অনেক ফিলিস্তিনিকে তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুরস্কসহ এই অঞ্চলের দেশগুলোতে নির্বাসিত করা হয়েছিল।

পর্যবেক্ষকরা বলছেন, জোরপূর্বক নির্বাসন মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাগরিকত্বে অধিকারকে লঙ্ঘন করে এবং এটি বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে দ্বিমুখী নীতির প্রমাণ।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসি বিভাগের সহযোগী অধ্যাপক তামের কারমাউত আল জাজিরাকে বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না যে এটি অবৈধ।’

আরএ

ইসরাইলকে তিরস্কার করল আন্তর্জাতিক বিচার আদালত

আরব সাগর থেকে ১ বিলিয়ন ডলারের মাদক জব্দ

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

নতুন ব্রাউজার আনল ওপেনএআই, গুগলের শেয়ারে পতন

চীন-পাকিস্তানকে জবাব দিতে ট্রাঙ্ক সাজাচ্ছে ভারত

লুভর জাদুঘর থেকে চুরি হলো যেসব গয়না, মূল্য কত

স্বর্ণের বাজারে আবারও বড় দরপতন

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬

যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক চায় আফগানিস্তান