হোম > বিশ্ব

আগামী সপ্তাহের মধ্যে গাজা-ইসরাইল যুদ্ধবিরতি সম্ভব: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: আনাদোলু

ইসরাইল ও গাজার মধ্যে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। রোববার মেরিল্যান্ডে সাংবাদিকদের তিনি বলেন, গাজার বিষয়ে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে। খবর সংবাদ সংস্থা আনাদোলুর।

এরআগে গত ৪ জুন ট্রাম্প একই ধরনের আশাবাদ জানিয়েছিলেন। সেসময় তিনি জানিয়েছিলেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তাবলী ইসরাইল মেনে নিয়েছে।

হামাস এতে ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জিম্মি বিনিময়ের জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত।

যদিও ইসরাইল দাবি করেছে যে কাতারের প্রস্তাবে হামাস যেসব সংশোধনী দিয়েছে তা অগ্রহণযোগ্য। তবে তাদের প্রতিনিধিদল আলোচনার জন্য এখনো দোহায় রয়েছেন।

দোহায় আলোচনায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি, ১০ জন জীবিত এবং ১৮ জন মৃত ইসরাইলি জিম্মির মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করা হচ্ছে।

আনাদোলু বলছে, যদিও অনেক সমস্যার সমাধান হয়েছে বলে জানা গেছে। তারপরও মূল সমস্যা হচ্ছে গাজার চারপাশে একটি বাফার জোনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ইসরাইলের একগুঁয়েমি।

যুদ্ধবিরতি হলেও, ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠিয়ে দেওয়ার লক্ষ্যে রাফায় সামরিক উপস্থিতি বজায় রাখার এবং একটি ‘সংগ্রহ শিবির’ স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল।

এছাড়া রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেন, তিনি গাজা যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে আশাবাদী।

এদিকে, গাজায় ইসরাইলের হামলায় রোববার একদিনেই নিহত হয়েছেন কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলের হামলায় মৃতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেলো।

আরএ

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের বৈঠক

ইরানে হামলার বিরোধী তুরস্ক: ফিদান

থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে সংস্কারপন্থি নাথাফং

পুতিনকে থামাতে হামলা জোরদারের পরিকল্পনা জেলেনস্কির

ভারতের রাষ্ট্রীয় পদ্ম পুরস্কারের তালিকায় মাত্র পাঁচ মুসলিম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য ও সমতাভিত্তিক’ আলোচনায় রাজি ইরান

ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে চীনের সঙ্গে সম্পর্কে যুক্তরাজ্য

ইসরাইলি দূতকে বহিষ্কার করল দক্ষিণ আফ্রিকা

কঙ্গোতে খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত

মিয়ানমারে নির্বাচনকালে শতাধিক সামরিক বিমান হামলা, নিহত অন্তত ১৭০