হোম > বিশ্ব

মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবের সমালোচনা সুদানের শীর্ষ জেনারেলের

আমার দেশ অনলাইন

ছবি: আল আরাবিয়া

৩০ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের সমালোচনা করেছেন সুদানের শীর্ষ জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহান। যুক্তরাষ্ট্রের দেয়া সবশেষ প্রস্তাবে, তিন মাসের জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। রোববার রাতে সামরিক বাহিনীর প্রকাশিত ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্রের দেয়া এ প্রস্তাবকে ‘এখন পর্যন্ত সবচেয়ে খারাপ নথি’ হিসাবে অভিহিত করেছেন। খবর আল আরাবিয়ার।

আফ্রিকা বিষয়ক মার্কিন উপদেষ্টা মাসাদ বোলোস অ্যাসোসিয়েটেড প্রেসকে এরআগে বলেছিলেন, সবশেষ প্রস্তাবে তিন মাসের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। তারপর নয় মাসের রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে।

তবে আল-বুরহান বলেন, প্রস্তাবটি ‘এখন পর্যন্ত সবচেয়ে খারাপ দলিল হিসেবে বিবেচিত।কারণ এতে সশস্ত্র বাহিনীকে নির্মূল, নিরাপত্তা সংস্থাগুলো বিলুপ্ত এবং মিলিশিয়াদের (আরএসএফ) যেখানে আছে সেখানেই রাখার প্রস্তাব করা হয়েছে।’

তিনি মার্কিন প্রস্তাবে তীব্র সমালোচনা করে বলেন, ‘আমাদের ওপর শর্ত আরোপ করার চেষ্টা হচ্ছে।’

সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সুদান বিশৃঙ্খলা দেখা দেয়। রাজধানী খার্তুমসহ বিভিন্ন স্থানে সামরিক বাহিনী এবং শক্তিশালী আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয়।

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই ভয়াবহ যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এই যুদ্ধ বিশ্বের বৃহত্তম মানবিক সংকট তৈরি করেছে যেখানে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং দেশের কিছু অংশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সুদানের যুদ্ধ বন্ধ করতে আরো বেশি মনোযোগ দেয়ার পরিকল্পনা করছেন।

আল-বুরহান বলেছেন, যখন আরএসএফ সদস্যরা বেসামরিক এলাকা থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার হবে এবং বাস্তুচ্যুতরা তাদের বাড়িতে ফিরে আসতে পারবে, তখন সামরিক বাহিনী যুদ্ধবিরতিতে সম্মত হবে।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবাজ নই এবং আমরা শান্তি চাই। কিন্তু কেউ আমাদের হুমকি বা শর্ত চাপিয়ে দিতে পারে না।’

আরএ

যুদ্ধবিমান রপ্তানি, শুরুতেই স্বপ্নভঙ্গ ভারতের

ভারতে ৮৩% রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু

ভারতের তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৬, আহত ২৮

পাবলিক চার্জিং: ৫ জনের ৪ জনই সাইবার আক্রমণের ঝুঁকিতে

খামেনিকে ঘিরে ফের চক্রান্ত, ইরানি গোয়েন্দা সংস্থার সতর্কতা

১৯৩৯ সালের মূল সুপারম্যান কমিক নিলামে রেকর্ড দামে বিক্রি

‘ইউক্রেনের সার্বভৌমত্বকে ‘সম্পূর্ণভাবে রক্ষা’ করতে হবে’

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোয়ান

দক্ষিণ কোরিয়া ও তুরস্ক রক্তের বন্ধনে আবদ্ধ জাতি: লি

হিজবুল্লাহর সামরিক নেতা হত্যা, ইসরাইলের তীব্র নিন্দায় ইরান