হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে তার প্রশাসন। মঙ্গলবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, এই যুদ্ধ বন্ধ করা সহজ না হলেও চুক্তির বিষয়ে দৃঢ় আশাবাদী তিনি। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

তিনি বলেন, ‘আমিও ৯ মাসে আটটি যুদ্ধ শেষ করেছি। এখন আমরা শেষ যুদ্ধ নিয়ে কাজ করছি। এটা সহজ নয়। আমি মনে করি আমরা চুক্তিতে পৌঁছাবো।’

এরআগে তিনি গত মাসে বলেছিলেন, যুদ্ধে ২৫ হাজার সেনা মারা গেছে।

ট্রাম্প আরো বলেন, ‘আমি মনে করি আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। দেখা যাক কী হয়। আমি ভেবেছিলাম যে একটি দ্রুত শেষ হয়ে যাবে। আমরা আটটি করেছি। আমি ভেবেছিলাম এটি আরো সহজ হবে। তবে আমরা এক বছরেরও কম সময়ের মধ্যে অগ্রগতি করছি।’

এর আগে, হোয়াইট হাউজ জানিয়েছিল ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ‘বড় অগ্রগতি’ অর্জন করেছে, তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করতে হবে।

হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিকমাধ্যম এক্সে লিখেছেন, ‘কয়েকটি সংবেদনশীল ইস্যু এখনো মীমাংসার অপেক্ষায় আছে। আর এর জন্য ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো আলোচনা দরকার।’

এর আগে গত রোববার জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠকে শান্তি প্রচেষ্টা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রাথমিক ২৮ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর পর দুই পক্ষই জানায়, তারা ‘হালনাগাদ ও সংশোধিত’ শান্তিচুক্তির খসড়া নিয়ে কাজ করছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের এই শান্তি প্রস্তাব কিয়েভ এবং ইউক্রেনের মিত্রদের মধ্যে কিছু উদ্বেগ তৈরি করেছিল। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সোমবার রাতে বলেন, আলোচনার পর যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে এখন ‘কম পয়েন্ট’ রয়েছে এবং তাতে ‘সঠিক কিছু উপাদান’ যুক্ত হয়েছে।

আরএ

যুক্তরাষ্ট্র ৬৬ সংস্থা থেকে সরায় বাংলাদেশের ক্ষতি কতটা

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ‘রহস্যময় অস্ত্র’ ব্যবহারের দাবি

আইআরজিসি ইস্যুতে ইইউর প্রতি যে আহ্বান ইসরাইলের

মুম্বাইকে ‘বাংলাদেশিমুক্ত’ করার ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

ইরানে সংঘাতে প্রাণ গেল নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের

খালিদ প্রসঙ্গে মামদানিকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান ভারতের

নেতানিয়াহুর শীর্ষ সহযোগী আটক, নেপথ্যে কী

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

বাংলাদেশ ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করল পাকিস্তান

ইরানে বিক্ষোভের নেপথ্যে কারা, মিলল চাঞ্চল্যকর তথ্য