গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে চুক্তি অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। আজ (শুক্রবার) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
চুক্তি অনুযায়ী গাজা থেকে ইসরাইলের সেনাবাহিনী প্রত্যাহার করা হবে এবং তারা একটি নতুন নির্ধারিত সীমারেখায় অবস্থান করবে।
নেতানিয়াহুর কার্যালয় চুক্তির অনুমোদনের ঘোষণা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ভোটের সংখ্যা প্রকাশ করেনি। যদিও জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ইতামার বেন গভির, নেগেভ, গ্যালিলি এবং ন্যাশনাল রেজিলেন্স মন্ত্রী ইতজাক ওয়াসেরলাউফ এবং হেরিটেজ মন্ত্রী আমিচায় এলিয়াহু চুক্তির বিরোধিতা করেছেন।
অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ এবং জায়নিজম পার্টির সেটেলমেন্টস অ্যান্ড ন্যাশনাল প্রজেক্টস মন্ত্রী ওরিত স্ট্রকও চুক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন।
মন্ত্রিসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরাইল তার জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলেছে।
এরআগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার দেয়া ২০ শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। যুদ্ধিবিরতি চুক্তির খবেরে স্বস্তি নেমেছে গাজায়। ইসরাইলে উল্লাস করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা।
আরএ