হোম > বিশ্ব

কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের, নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

ছবি : জিও নিউজ।

প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সিন্ধু উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ এবং নতুন গবেষণায় তেল-গ্যাসের সম্ভাবনার ইঙ্গিতের পর পাকিস্তান তাদের সাগরে তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে। তবে অনুসন্ধানে উল্লেখযোগ্য হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পন্ন উপকূলীয় অববাহিকা অঞ্চল পাওয়া না যাওয়ায় ইসলামাবাদ খনন প্রক্রিয়া জোরদার করেছে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদন এসেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি, পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সুজাওয়ালের কাছে একটি দ্বীপ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

পিপিএল-এর জেনারেল ম্যানেজার আরশাদ পালেকরের উদ্ধৃতি দিয়ে প্রকাশনাটি জানিয়েছে, লঞ্চপ্যাডটি ছয় ফুট উচ্চতায় লম্বা হবে, যেন জোয়ারের কারণে সার্বক্ষণিক অনুসন্ধান কাজে কোনো বাধা সৃষ্টি না হয়।

ইসলামাবাদে একটি তেল ও গ্যাস সম্মেলনের ফাঁকে পালেকর বলেছেন, আবুধাবির কৃত্রিম দ্বীপপুঞ্জের সফলতা দ্বারা অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের প্রথম প্রকল্প হিসেবে পিপিএল এই প্রকল্পটি হাতে নিয়েছে। তিনি আরো জানিয়েছেন, দ্বীপের নির্মাণ কাজ ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে, এবং এর পরপরই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হবে।

পাকিস্তান দেশি-বিদেশি চারটি সংস্থাকে ২৩টি অফশোর অনুসন্ধান ব্লক প্রদানের কয়েক সপ্তাহ পর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

এর আগে জুলাই মাসে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তার সরকার পাকিস্তানের সাথে একটি চুক্তি করেছে, যেখানে দেশ দুটি ইসলামাবাদের ‘বিশাল তেল মজুদ’ উন্নয়নে একসাথে কাজ করবে।
সূত্র: জিও নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তায় দ্বিগুণ ঝুঁকিতে নারীরা, কিন্তু কেন

ভারতকে এসইউ-৫৭ যুদ্ধবিমান তৈরির প্রস্তাব দিলো রাশিয়া

পাক–ভারতসহ ‘আটটি যুদ্ধ বন্ধের’ কৃতিত্ব দাবি ট্রাম্পের

যুদ্ধবিধ্বস্ত গাজায় জীবনরক্ষাকারী টিকা পাচ্ছে ৪০ হাজার শিশু

তেহরান থেকে রাজধানী সরাতে চায় ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র-সৌদি যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে বিরল শোধনাগার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে

যুক্তরাষ্ট্রের শুল্ক উত্তেজনা পেরিয়ে ৯৩ মিলিয়ন ডলার অস্ত্রচুক্তিতে ভারত

স্যাটেলাইট চিত্রে যেমন দেখা যাচ্ছে পশ্চিম তীরের ধ্বংসযজ্ঞ

আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে ২৩ জন নিহত