হোম > বিশ্ব > আমেরিকা

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান তাকে হত্যা করে, তাহলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ তিনি আগেই দিয়ে রেখেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বক্তব্যে নিজেই এ তথ্য জানান।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়েছিল, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পের শুধু হাত বিচ্ছিন্ন করা হবে না, তাকেও হত্যা করা হবে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় কড়া পাল্টা হুমকি দেন ট্রাম্প।

ইরানের সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, ট্রাম্প জানেন, ইরানের নেতাদের বিরুদ্ধে কোনো আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে কেবল সেই হাতই বিচ্ছিন্ন করা হবে না। এটি কোনো স্লোগান নয়, বাস্তব সতর্কবার্তা। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ইরান বিশ্বজুড়ে আগুন জ্বালিয়ে দেবে এবং শত্রুদের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।

এই হুমকির জবাবে ট্রাম্প বলেন, তার কাছে অত্যন্ত কঠোর নির্দেশনা প্রস্তুত আছে। তার ভাষায়, “যদি কিছু ঘটে, তারা—মার্কিন সেনাবাহিনী—ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে।”

ট্রাম্প জানান, এর আগেও তিনি একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন। তার দাবি, ইরান যদি কখনো তাকে হত্যা করে, তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে।

উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক হুমকি দিয়ে আসছে ইরান।

সূত্র: এএফপি

এসআর

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন ক্যাথলিক ধর্মযাজকেরা

ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

তেল বিক্রি থেকে ৩০ কোটি ডলার পেল ভেনেজুয়েলা

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন