শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, শনিবার বিলম্বিত বা বাতিল করা হয়েছে কমপক্ষে ৩ হাজার ৪০০ ফ্লাইট । আর রোববারের ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার।
পূর্ব টেক্সাস থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত বিস্তৃত অহ্চলে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ডে প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় ছিলেন।
শুক্রবার টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসের কিছু অংশে তুষারপাত হয়েছে। সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অংশ শীতকালীন ঝড়ের কবলে পড়বে বলে আশা করা হচ্ছে।
মেরিল্যান্ডের মার্কিন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ জ্যাকব আশেরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তীব্রতা ও পরিধির দিক থেকে এটি এই মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বড় ঝড়।
ডাকোটা ও মিনেসোটাতে বাতাসের তীব্রতা হিমাঙ্কের ৪৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আবহাওয়াবিদ সতর্ক করে বলেছেন, গরম পোশাক ছাড়া এই ঠান্ডার সংস্পর্শে আসলে ‘খুব দ্রুত হাইপোথার্মিয়া হতে পারে’।
লুইসিয়ানা, মিসিসিপি এবং টেনেসির কিছু অংশে সবচেয়ে খারাপ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকায় এক ইঞ্চি পুরু বরফে গাছের ডালপালা, বিদ্যুৎ লাইন এবং রাস্তাঘাটে ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক ডজনেরও বেশি রাজ্যের গভর্নররা জরুরি অবস্থা ঘোষণা করে বা মানুষকে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছেন।