ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের সিদ্ধান্তকে ঘিরে যুক্তরাজ্যের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে “ভয়াবহ বোকামি” বলে অভিহিত করেন।
ট্রাম্প লেখেন, যুক্তরাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছেড়ে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার দিক থেকে মারাত্মক ভুল। তার দাবি, এমন সিদ্ধান্তই প্রমাণ করে, কেন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা প্রয়োজন।
এই মন্তব্য ট্রাম্পের আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে তিনি চাগোস দ্বীপপুঞ্জসংক্রান্ত যুক্তরাজ্য–মরিশাস চুক্তিকে সমর্থন জানিয়েছিলেন।
চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য তাদের সাবেক উপনিবেশ মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তর করবে। তবে একই সঙ্গে দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপ দিয়েগো গার্সিয়ায় অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য ব্রিটেন অর্থের বিনিময়ে লিজ নেবে।
উল্লেখ্য, ১৯৬০-এর দশকে মরিশাস স্বাধীনতা অর্জন করলেও যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখে। সে সময় হাজার হাজার চাগোসবাসীকে দ্বীপপুঞ্জ থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। পরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে তারা ব্রিটিশ আদালতে একাধিক মামলা করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দিয়ে যুক্তরাজ্যকে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে ফিরিয়ে দেওয়ার সুপারিশ করে।
সূত্র: এএফপি
এসআর