হোম > বিশ্ব > এশিয়া

ইতিহাসের সর্বনিম্ন জন্মহারে চীন

আমার দেশ অনলাইন

চীনে জন্মহার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বলে সোমবার প্রকাশিত সরকারি তথ্যে জানানো হয়েছে। টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমতে থাকায় এ তথ্য সামনে এলো, যদিও জন্মহার বাড়াতে কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছিল।

জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনে জন্ম নিয়েছে মাত্র ৭৯ লাখ ২০ হাজার শিশু। এতে প্রতি ১ হাজার মানুষের বিপরীতে জন্মহার দাঁড়িয়েছে ৫.৬৩। এটি ১৯৪৯ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে সর্বনিম্ন।

যদিও ২০২৪ সালে জন্মহারে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছিল, তবে বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে সেটি দীর্ঘমেয়াদী কোনো সমাধান ছিল না। গত বছর দেশটিতে মাত্র ৭.৯২ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করলেও মৃত্যুর সংখ্যা ছিল ১১.৩১ মিলিয়ন, যার ফলে চীনের মোট জনসংখ্যা প্রায় ৩.৩৯ মিলিয়ন কমে এখন ১.৪ বিলিয়নে দাঁড়িয়েছে।

জনসংখ্যার এই নেতিবাচক পরিবর্তন দেশটির শ্রমশক্তি কমিয়ে দেওয়ার পাশাপাশি বয়স্ক মানুষের সংখ্যা বাড়িয়ে তুলছে, যা ভবিষ্যতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিয়ে ও সন্তান নেওয়ার প্রবণতা কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্যহীনতা চীনের জন্মহার হ্রাসের প্রধান কারণ। এই পরিস্থিতি দেশটির দীর্ঘমেয়াদি অর্থনীতি ও শ্রমবাজারের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চীন সরকার জন্মহার বাড়াতে শিশু ভাতা, আবাসন সহায়তায় কর ছাড় এবং বিনা মূল্যে প্রাক-স্কুল শিক্ষার মতো নানা পদক্ষেপ নিলেও তরুণ প্রজন্মের মধ্যে সন্তান নেওয়ার আগ্রহ কম দেখা যাচ্ছে। উচ্চ জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থানে অনিশ্চয়তা এবং সন্তান লালন-পালনের বাড়তি চাপের কারণে অনেকেই পরিবার গঠনে অনীহা প্রকাশ করছেন।

সূত্র: এএফপি

এসআর

জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১১ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান

রোহিঙ্গা গণহত্যাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান মিয়ানমারের

বেইজিংয়ে কানাডা-চীন বৈঠক: কী নিয়ে আলোচনা হলো

জাপানে প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে বিরোধীদের জোট

নির্বাচনের আগে নেপালের সবচেয়ে পুরোনো দলে ভাঙন

আকাশসীমা বন্ধ করে দিল ইরান

২০২৬ সালে ইয়েমেনে ক্ষমতার মানচিত্র: কে কোথায় নিয়ন্ত্রণ করছে

নাগরিকদের ইরান ত্যাগের জরুরি নির্দেশ ইউরোপের বিভিন্ন দেশের

ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার