হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে রুশ হামলায় ১২ জন নিহত

আমার দেশ অনলাইন

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। রাতভর চালানো এসব হামলায় জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করা হয় বলে মঙ্গলবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। যুদ্ধ বন্ধে প্রায় চার বছর পর দুই পক্ষের সরাসরি আলোচনার কয়েক দিনের মধ্যেই এ হামলা চালানো হলো।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের একটি বগিতে রুশ ড্রোন আঘাত হানে। এতে অন্তত পাঁচজন নিহত হয়, বলে এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে বলেন, একটি ট্রেনের বগিতে বেসামরিক মানুষ হত্যার কোনো সামরিক যুক্তি নেই, থাকতেও পারে না।

আঞ্চলিক জরুরি পরিষেবা জানায়, ট্রেনের বগিতে লাগা আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রসিকিউটরদের প্রকাশিত ছবিতে পুড়ে যাওয়া বগির দৃশ্য দেখা যায়।

দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ৫০টির বেশি রুশ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। কৃষ্ণসাগর তীরবর্তী এই শহর ইউক্রেনের রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় নিয়মিত হামলার শিকার হচ্ছে।

ওডেসার গভর্নর ওলেগ কিপার জানান, আহতদের মধ্যে ৩৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারী ও দুই কিশোরী রয়েছে। ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিককে ধসে পড়া আবাসিক ভবন ও ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাতে দেখা গেছে।

জেলেনস্কি বলেন, এসব হামলা শান্তি আলোচনাকে দুর্বল করছে এবং তিনি মস্কোর ওপর চাপ বাড়ানোর জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি লেখেন, রাশিয়ার প্রতিটি হামলা চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এর পরও বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে, যার ফলে তীব্র শীতে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপের সংকটে পড়েছে। পরবর্তী দফার আলোচনা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান জেলেনস্কি।

এসআর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চার বছরে ১৮ লাখের বেশি সেনা হতাহত

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না: ন্যাটো-প্রধান

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধে বিল পাস করল ফ্রান্স

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৫০

সমালোচনার মুখে আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের অবস্থান বদল

অভিবাসী পাচার দমনে কঠোর আইন আনছে গ্রিস

আফগানিস্তান ইস্যুতে ট্রাম্পের সমালোচনায় প্রিন্স হ্যারি

ইসরাইলের অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেলজিয়াম

ট্রাম্পকে ‘শত্রু’ ভাবেন বেশির ভাগ ইউরোপীয়

যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্র