হোম > বিশ্ব > ভারত

ভারতীয় সংসদের শোক প্রস্তাবে খালেদা জিয়ার নাম

আমার দেশ অনলাইন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের রাজ্যসভা। বুধবার দেশটির সংসদে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে । দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।

এর আগে সংসদীয় সূত্র থেকে জানা যায়, লোকসভা ও রাজ্যসভার উভয় অধিবেশনে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। সংসদ সদস্যরা বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে এক সংক্ষিপ্ত মুহূর্ত নীরবতা পালন করবেন।

খালেদা জিয়া বহুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির রাজনৈতিক কাঠামো গঠনে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করেছে।

ভারতীয় সংসদে এমন শ্রদ্ধা প্রদর্শন সংবিধানিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত, যা প্রতিবেশী দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান জানায়, যাদের রাজনৈতিক জীবন আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে।

এসআর

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে পশ্চিমবঙ্গ সরকারকে হাইকোর্টের কড়া নির্দেশ

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

কলকাতায় মোমো কারখানায় আগুনে ৮ জনের মৃত্যু

দুই দশকের আলোচনা শেষে চূড়ান্ত হলো ভারত–ইইউ বাণিজ্য চুক্তি

আসাম থেকে উচ্ছেদ হচ্ছে বাঙালি মুসলিম অভিবাসীরা

যে কারণে ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় ভারত

তুষারপাতে বিপর্যস্ত ভারতের হিমাচল, বন্ধ ৭০০ রাস্তা

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

ভারতে ‘ভালো মুসলিম’ হওয়ার বোঝা

ভারতের অধিকাংশ পণ্যে ইইউ’র জিএসপি সুবিধা স্থগিত, বাড়বে রপ্তানি ব্যয়