হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি

আমার দেশ অনলাইন

দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে কুর্দি এসডিএফের সাথে স্বাক্ষরিত একটি চুক্তি ধরে আছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

টানা কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী, ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করবে এবং তাদের একটি অংশ সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হবে। আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

গত কয়েক দিন ধরে সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে এসডিএফের তীব্র লড়াই চলছিল। পরিস্থিতির অবসানে স্থানীয় সময় রোববার (১৮ জানুয়ারি) উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।

চুক্তির শর্ত অনুযায়ী, ইউফ্রেতিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ সেনা সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে সংগঠনটির একটি অংশ সিরিয়ার সামরিক কাঠামোর আওতায় একীভূত হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য এসডিএফ তাদের নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে, যাতে ‘জাতীয় অংশীদারিত্ব’ নিশ্চিত করা যায়। পাশাপাশি সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাসক্ষেত্রসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়া সরকারের হাতে তুলে দেওয়া হবে। এর আগে চলতি বছরের মার্চে এমন একটি সমঝোতা হলেও তা বাস্তবায়িত হয়নি।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে আল-হাসাকা, দেইর আজ-জোর এবং রাক্কা প্রদেশের প্রশাসনিক ও সামরিক নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের অধীনে আসবে।

এদিকে, যুদ্ধবিরতি ও পূর্ণ একীভূতকরণের এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সমঝোতা সিরিয়ার ঐক্য, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এসআর

গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে নতুন পরিকল্পনা প্রকাশ

ধাপে ধাপে ইন্টারনেট চালুর বিষয়টি বিবেচনা করছে ইরান

জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৫০০০

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্লেয়ারকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দিলেন ট্রাম্প

ইরাকের আইন আল-আসাদ ঘাঁটি ছাড়ল যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণে ইরাকি সেনাবাহিনী

বৈশ্বিক ইন্টারনেট থেকে স্থায়ী বিচ্ছিন্নতার পথে ইরান? কী বলছেন অধিকারকর্মীরা

এক সপ্তাহ বন্ধের পর রোববার থেকে ইরানে স্কুল খুলছে

জলপাই তেলের বিনিময়ে বাসন, পশ্চিম তীরে বেঁচে থাকার লড়াই

পশ্চিম তীরে ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত