হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার দ্রুত ইরান ছাড়তে নাগরিকদের নির্দেশ দিল ফ্রান্স ও কানাডা

আমার দেশ অনলাইন

ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স ও কানাডা। দুই দেশের সরকার জানিয়েছে, ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে, যা বিদেশিদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কানাডা সরকার এক বিবৃতিতে জানায়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যেকোনো সময় গ্রেপ্তারের আশঙ্কার কারণে সেখানে অবস্থান বা ভ্রমণ নিরাপদ নয়। বিবৃতিতে নাগরিকদের নিরাপদ সুযোগ পেলে অবিলম্বে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা অত্যন্ত সীমিত।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও অনুরূপ সতর্কবার্তা দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে, যা বিদেশিদের জন্য ঝুঁকি বাড়াচ্ছে।

ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে অবস্থিত ফরাসি দূতাবাসের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তাদের জন্য সহায়তা আসছে।

অন্যদিকে ইরান বরাবরই অভিযোগ করে আসছে, দেশটির চলমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল জড়িত। তেহরানের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে সশস্ত্র গোষ্ঠীগুলো এতে সহিংসতা ছড়িয়ে দেয়।

এসআর/এসআই

ইসরাইলি দখলদারদের সহিংসতায় পশ্চিম তীরে বাস্তুচ্যুত বেদুইনরা

গাজায় শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে নিহত ৫

বিক্ষোভ দমনে ২০০০ মৃত্যুর কথা স্বীকার ইরানের, বেসরকারি দাবি ১২ হাজার

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় অন্তত ১০০ শিশু নিহত: জাতিসংঘ

ইরান সরকার শেষ দিনগুলোতে পৌঁছেছে: জার্মান চ্যান্সেলর

ইরানে বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ ২০০০ জন নিহত

ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র