হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নূরী আল-মালিকিকে শিয়া জোটের সমর্থন

আমার দেশ অনলাইন

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিক নূরী আল-মালিকিকে সমর্থন দিয়েছে দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ শিয়া জোট। শনিবার দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা শিয়া দলগুলোর জোট ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জানায়, তারা সর্বসম্মতিক্রমে নূরী আল-মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দিয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে তাকে জোটের পক্ষ থেকে ‘বৃহত্তম সংসদীয় জোটের প্রার্থী’ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

বিবৃতিতে মালিকির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং রাষ্ট্র পরিচালনায় তার সক্ষমতার কথা উল্লেখ করা হয়।

৭৫ বছর বয়সি নূরী আল-মালিকি ইরাকের রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের মাধ্যমে সাদ্দাম হোসেনের শাসনের পতনের পর তিনিই একমাত্র ব্যক্তি, যিনি টানা দুই মেয়াদে—২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত—ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন।

ইরাকের রাজনৈতিক সমঝোতা অনুযায়ী, দেশটিতে প্রধানমন্ত্রী সাধারণত শিয়া মুসলিমদের মধ্য থেকে নির্বাচিত হন। একইভাবে পার্লামেন্ট স্পিকারের পদটি সুন্নি মুসলিমদের এবং রাষ্ট্রপতির আনুষ্ঠানিক পদটি কুর্দিদের জন্য নির্ধারিত থাকে।

গত নভেম্বরের সাধারণ নির্বাচনের পর মালিকির দলসহ বিভিন্ন শিয়া দল নিয়ে ‘কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক’ জোট গঠিত হয়। এরপর থেকেই প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ বণ্টন নিয়ে সুন্নি ও কুর্দি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছিল।

গত মাসে ইরাকি পার্লামেন্ট নতুন স্পিকার নির্বাচন করেছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির স্থলে নূরী আল-মালিকিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

‘স্টেট অব ল’ জোটের নেতা মালিকি এখনো ইরাকের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হলেও তার শাসনামল নিয়ে নানা বিতর্ক রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানো এবং ইসলামিক স্টেট (আইএস) মোকাবিলায় ব্যর্থতার মতো অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত।

এসআর

ট্রাম্পের ‘শান্তি বোর্ড’: শান্তির বিনিময়ে গাজা বিক্রি

‘আজ বা কাল’ ইরানে ইন্টারনেট চালু হবে

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ‘বড় অগ্রগতি’, ১ ফেব্রুয়ারি ফের বৈঠক

তুরস্কের গোয়েন্দাপ্রধানের সঙ্গে হামাসের বৈঠক

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

নেতানিয়াহুর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক, গাজা-ইরান নিয়ে আলোচনা

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে এসডিএফের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল

গাজা যুদ্ধ বন্ধে ইসরাইলকে বাধ্য করতে পারেন কেবল ট্রাম্প: ফিদান

গাজায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক