দিনাজপুরের নবাবগঞ্জে শীতের তীব্রতা দিনে দিনে আরও বাড়ছে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে দৃশ্যমানতা কমে যাওয়ায় চালক ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই কষ্টে দিন কাটাচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কমে গেছে। আগামী কয়েক দিন সকাল ও রাতের দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। একই সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে বলে তিনি জানান।
এদিকে শীতের কারণে জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা শীত থেকে বাঁচতে গরম পোশাক ব্যবহারের পাশাপাশি উষ্ণ খাবার গ্রহণ এবং শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

