পৈত্রিক বাড়িতে ড. ইউনূসের স্মৃতিচারণ
উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেড় যুগ পর চট্টগ্রামে তার গ্রামের বাড়ি এসেছেন। বুধবার পৈত্রিক বাড়িতে তিনি শৈশব-কৈশরের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ‘বঅত দিন পর গ্রামত আসিদ্দি। ছোড বেলায় এডেই আছিলাম। এডে ওগগো বট গাছ আসিলো; বট গাছর নিচে আড বইসতো, তহন আডত আইসতাম। ছোড বেলার স্রিতি বিয়াগগিন মনত পরের। এনডে আই ক্লাস থ্রি পর্যন্ত মহাজইন্নে বাপর ইস্কুলুত পরালেখা গইজ্জি। ইয়ার পরে আর বাপে আরে শঅরত লইগেইয়িগুই। তারপর আর সব পরালেখা শরত।’
চট্টগ্রামের হাটাহাজারীর বাথুয়া গ্রামে পৈত্রিক বাড়ি এসে এভাবেই তিনি আঞ্চলিক ভাষায় স্মৃতিচারণ করেন।
ড. ইউনূস তার গ্রামে আসার খবরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। তাকে এক নজর দেখতে সকাল থেকেই বাথুয়া গ্রামে ভিড় জমান আশপাশের হাজার হাজার মানুষ। বাড়িতে আসেন তার আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা। বাপের ভিটায় পা রেখেই ড. ইউনুস সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
উপ-ডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত দাদা-দাদির কবর জিয়ারত করেন উপদেষ্টা
বিকেল ৪টা ৫৮ মিনিটে তিনি তার বাপের ভিটা হাজী মোহাম্মদ দুলা মিয়া সওদাগর বাড়িতে পৌঁছান। সেখানে তিনি ২৩ মিনিটের মত সময় অতিবাহিত করেন। এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তিনি তার পিতামহ হাজী মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ি উপ-ডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত দাদা-দাদির কবর জিয়ারত করেন। পড়ে তার নিকটাত্মীয়-স্বজনদের সঙ্গে ফের কুশল বিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস দেড় যুগ পর চট্টগ্রামে তার গ্রামের বাড়ি এসেছেন। বুধবার পৈত্রিক বাড়িতে তিনি শৈশব-কৈশরের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, ‘বঅত দিন পর গ্রামত আসিদ্দি। ছোড বেলায় এডেই আছিলাম। এডে ওগগো বট গাছ আসিলো; বট গাছর নিচে আড বইসতো, তহন আডত আইসতাম। ছোড বেলার স্রিতি বিয়াগগিন মনত পরের। এনডে আই ক্লাস থ্রি পর্যন্ত মহাজইন্নে বাপর ইস্কুলুত পরালেখা গইজ্জি। ইয়ার পরে আর বাপে আরে শঅরত লইগেইয়িগুই। তারপর আর সব পরালেখা শরত।’
চট্টগ্রামের হাটাহাজারীর বাথুয়া গ্রামে পৈত্রিক বাড়ি এসে এভাবেই তিনি আঞ্চলিক ভাষায় স্মৃতিচারণ করেন।
ড. ইউনূস তার গ্রামে আসার খবরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। তাকে এক নজর দেখতে সকাল থেকেই বাথুয়া গ্রামে ভিড় জমান আশপাশের হাজার হাজার মানুষ। বাড়িতে আসেন তার আত্মীয় স্বজন ও প্রতিবেশিরা। বাপের ভিটায় পা রেখেই ড. ইউনুস সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
উপ-ডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত দাদা-দাদির কবর জিয়ারত করেন উপদেষ্টা
বিকেল ৪টা ৫৮ মিনিটে তিনি তার বাপের ভিটা হাজী মোহাম্মদ দুলা মিয়া সওদাগর বাড়িতে পৌঁছান। সেখানে তিনি ২৩ মিনিটের মত সময় অতিবাহিত করেন। এরপর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তিনি তার পিতামহ হাজী মোহাম্মদ নজু মিঞা সওদাগর বাড়ির অদূরে নুরালী বাড়ি উপ-ডাকঘর সংলগ্ন কবরস্থানে শায়িত দাদা-দাদির কবর জিয়ারত করেন। পড়ে তার নিকটাত্মীয়-স্বজনদের সঙ্গে ফের কুশল বিনিময় শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১৫ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগে