কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের মিছিল থেকে সাংবাদিকের ওপর হামলা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০: ১৮
হামলায় আহত সাংবাদিক রায়হান

কুমিল্লায় ছাত্রদলের পদবঞ্চিতদের হামলায় সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান আহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। রাত আটটায় নবগঠিত কমিটির সদস্যরা আনন্দ মিছিল করে যাওয়ার পর পদবঞ্চিতরা প্রতিবাদ মিছিল বের করেন। এই মিছিলটি নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আসার সময় ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করা নিয়ে কয়েকজনের সঙ্গে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।

কুমিল্লা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক বাহারের ডান পায়ে তিনটি সেলাই লেগেছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

রায়হান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। এ সময় পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল চলাকালে রাস্তায় যানজট সৃষ্টি হয়। তখন আমি রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ করি। তখন ছাত্রদলের পদবঞ্চিতদের মিছিল থেকে অপরিচিত কয়েকজন আমার ওপর হামলা করে। তারা আমাকে দালাল বলে। তাদের কাউকে আমি চিনি না। এরা আওয়ামী লীগের দোসর হতে পারে। এ সময় একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

হামলাকারীরা কারা এমন প্রশ্নে বাহার রায়হান বলেন, তাদের তিনি চেনেন না। তারা পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মী কিংবা আওয়ামী লীগের লোকজন হতে পারে।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, সাংবাদিক বাহার রায়হানের ওপর হামলাকারীরা দলের কেউ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।

কুমিল্লার পুলিশ সুপার মো. নাজির আহমেদ খাঁন বলেন ‘অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত