আ.লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীরা বিএনপির সদস্য হতে পারবেন: আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ মে ২০২৫, ২২: ৩৮

আওয়ামী লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন তা জানিয়েছেন জাতীয়তাবাদী দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার চট্টগ্রামের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের মাঠে অনুষ্ঠিত বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের যারা লুটপাট ও দুর্নীতি করেছেন, বিএনপির কর্মসূচিতে বাধা দিয়েছেন তাদের দলে নেওয়া যাবে না। তবে যারা ক্লিন ইমেজের নেতাকর্মীরা, কখনো বিএনপির বিরোধিতা করেননি তারা এই দলের সদস্য হতে চাইলে আপত্তি নেই।

আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সমর্থন করা লোকদের দলে নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তাদের গোপনে সদস্য বানানো যাবে না। ঘোষণা দিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে নিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা সমাজে ঘৃণিত, যারা চাঁদাবাজি-দুর্নীতিসহ বিভিন্ন অপকর্মে যুক্ত তাদের বিএনপির সদস্য করা যাবে না। এছাড়া দলের সদস্য পদ অন্ধকারে নয়, সব কাজ প্রকাশ্যে করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত