উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)
গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের মাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
বুধবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এই সাজা ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত বর হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ফাহরুম হোসেন (২৩)। সাজাপ্রাপ্ত কাজী হলেন শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদী (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়াইদেরচালা গ্রামে ১৩ বছর বয়সী এক মেয়ের বিয়ে হয়। তখন স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠান। আনসার সদস্যরা বর ও কাজীকে উপজেলায় নিয়ে আসেন।
ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, ‘বর ফাহরুম হোসেনের সঙ্গে মেয়েটির বিয়ে দেয়া হয়। বরপক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে আসে। কনের বয়স ১৩, বরের ২৩। খবর পেয়ে ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠিয়ে বর ও কাজীকে উপজেলায় নিয়ে আসা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে বর ফাহরুম হোসেনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে কনের অভিভাবককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দণ্ডপ্রাপ্ত বর ও কাজীকে কারাগারে পাঠানো হবে।
গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কনের মাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
বুধবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল এই সাজা ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত বর হলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ফাহরুম হোসেন (২৩)। সাজাপ্রাপ্ত কাজী হলেন শ্রীপুর উপজেলার কর্ণপুর গ্রামের তাইজুদ্দিনের ছেলে আবুল কালাম আজাদী (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়াইদেরচালা গ্রামে ১৩ বছর বয়সী এক মেয়ের বিয়ে হয়। তখন স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠান। আনসার সদস্যরা বর ও কাজীকে উপজেলায় নিয়ে আসেন।
ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, ‘বর ফাহরুম হোসেনের সঙ্গে মেয়েটির বিয়ে দেয়া হয়। বরপক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে আসে। কনের বয়স ১৩, বরের ২৩। খবর পেয়ে ঘটনাস্থলে আনসার সদস্যদের পাঠিয়ে বর ও কাজীকে উপজেলায় নিয়ে আসা হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে বর ফাহরুম হোসেনকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বাল্যবিয়ে পড়ানোর দায়ে কাজীকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে কনের অভিভাবককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, দণ্ডপ্রাপ্ত বর ও কাজীকে কারাগারে পাঠানো হবে।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে