জোবাইর আল মাহমুদ রিজভী

বিএনপির ৩১ দফার আলোকে হবে আগামীর বাংলাদেশ

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৪৮
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৮

ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা এসেছে, সেই নির্বাচনকে প্রতিহত করার ষড়যন্ত্র বা চেষ্টা দেশ-বিদেশ যেখান থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জোবাইর আল মাহমুদ রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়।

ব্যক্তিগত কার্যালয়ের সামনে থেকে ব্যানার ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে শুরুর স্থানে ফিরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সাঈদ, জাবি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন, জাবি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা শামছুজজ্জামান সেলিম, মধুপুর উপজেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি দেওয়ান সাইফুল ইসলাম বাবু, শফিউল ইসলাম শফি ও ধনবাড়ী পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাইন বুলবুলসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত