সাড়ে তিনমাস পর উঠলো সাইনবোর্ড

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৩: ৩৮

ফতুল্লার খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্তটা নেয়া হয়েছিল চলতি বছর ২৩ মার্চ। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে গুলিতে নিহত শিশু রিয়া গোপের নামে নামকরণের কথা জানিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ঘোষণার প্রায় সাড়ে ৩ মাস পর স্টেডিয়ামের গেটে নাম পরিবর্তনের সাইনবোর্ড টানানো হয়েছে। চলতি মাসের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সাইনবোর্ডটি টানানো হয়। স্টেডিয়ামের মূল প্রবেশ পথে এই সাইনবোর্ড সাঁটানো হয়েছে।

বিজ্ঞাপন

স্টেডিয়ামের প্রধান ফটকে নাম পরিবর্তনের সাইনবোর্ড দেখেই অনেকে নাম পরিবর্তনের বিষয়টি জানতে পারেন। রামারবাগ এলাকার মাহবুবুর রহমান জানান, স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়টি আগে জানতাম না। সম্প্রতি সাইনবোর্ড সাঁটানোর পরপরই জানতে পেরেছি।

নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগের সৈনিক আব্দুর রহমান গাফফারি জানান, নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়ার পর থেকেই আমরা বারবার জেলা প্রশাসকের কাছে সাইনবোর্ড টানানোর দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে ১ জুলাই সেটা সম্পন্ন করেছে।

শিবু মার্কেট এলাকার আবু হাসান নামের এক স্কুল ছাত্র বলেন, নাম পরিবর্তন হয়েছে, সাইনবোর্ডও টানানো হয়েছে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে প্রিন্টের একটা সাইনবোর্ড টানিয়েই দায় এড়ানোর একটা চেষ্টা দেখছি। আমরা স্থায়ী সাইনবোর্ড টানানোর দাবি জানাই। অন্যান্য জাতীয় স্টেডিয়ামের গেটে যেমন সাইনবোর্ড থাকে তেমন সাইনবোর্ড টানাতে হবে।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজ বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ। পরে তাকে শহীদ ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ চলতি বছরের ২৩ মার্চ নারায়ণগঞ্জ স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। তবে ঘোষণা অনুযায়ী কোনো সাইনবোর্ড বা নামফলক না থাকায় তা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল।

সাম্প্রতিক সাইনবোর্ড স্থাপন সেই দীর্ঘ প্রতীক্ষার আংশিক প্রতিফলন হলেও, এখনো অপেক্ষা রয়েছে পূর্ণ বাস্তবায়নের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত