উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মধুপুরে শাল-গজারি বনাঞ্চলে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের প্রিয় বুনোফুল ‘আনাই’ বা ‘আনাইগোটা’। বন উজাড় ও সামাজিক বনায়নের প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে চেনা-অচেনা গাছপালা, লতা-পাতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ। একসময় ঝোপ-জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করে এক থেকে দুই টাকা সের দরে বিক্রি হতো এই ফল।
আবার অনেক শিশু-কিশোর নিজেরাই বনে গিয়ে ফল সংগ্রহ করে খেত। কেউ কেউ বাজারেও বিক্রি করত এই ফল। কিন্তু আজ এই ফলের অস্তিত্ব প্রায় বিলুপ্ত।
বনাঞ্চলের বসবাসকারী বাসিন্দারা জানান, আমাদের সময় সবাই আনাই ফল চিনত। এখন পাহাড় ও বনজঙ্গলে এ গাছ আর পাওয়া যায় না। নতুন প্রজন্ম তো জানবেই না, এমন কোনো ফল ছিল। কালের বিবর্তনে আর বন উজাড়ের ধারাবাহিকতায় একে একে হারিয়ে গেছে প্রাকৃতিকভাবে জন্মানো এই ফলগুলো।
জানা যায়, আনাই হলো কুল বা বরই গোত্রের একটি বুনো প্রজাতির ফল। স্থানীয়ভাবে একে ‘আনাই’, ‘আনাইগোটা’, ‘আনিগোলা রাগবরই’ কিংবা ‘জংলি বলি’ নামেও ডাকা হয়। পাকা ফলের ঘ্রাণ তীব্র, আকৃতিতে ছোট গোলগাল, পাখি ও বুনোপ্রাণিদের অন্যতম খাদ্য। তবে বর্তমানে মিষ্টি ও বাণিজ্যিক জাতের কুলের চাপে এসব বুনোফল হারিয়ে যাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বরইয়ের মোট ১২টি প্রজাতি রয়েছে। এরা হলো: আনাই, ব্রম্ননি, পাপড়িহীনা, বনবোগুরি, লাব্রা, রাতা, শিয়া, পলেন, বঢা, জাইলো, কুরকুরি ও কুল বলি। এক সময় গ্রামীণ জঙ্গল ও বনাঞ্চলে এসব প্রজাতির গাছ হরহামেশা দেখা যেত। কিন্তু বর্তমানে সেগুলোর অনেককেই আর খুঁজে পাওয়া যায় না।
এদিকে এখন কচুয়া, আপেল, বাউল, কাশ্মীরি, বলসুন্দরী ইত্যাদি নানা জাতের কুল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। মানুষ যদিও আজকাল এসব জংলি বরই না খেলেও পাখি ও বুনোপ্রাণীরা এগুলোর উপর নির্ভর করেই বাচে। তাই এসব গাছ সংরক্ষণ করা জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।
সরকারিভাবে প্রকৃতি ও বন্যপ্রাণির স্বার্থে এখনই উদ্যোগ না নিলে আনাইয়ের মতো আরও অনেক ফল ও উদ্ভিদ হয়তো একদিন শুধুই স্মৃতির পাতায় রয়ে যাবে।
টাঙ্গাইলের মধুপুরে শাল-গজারি বনাঞ্চলে হারিয়ে যাচ্ছে শিশু-কিশোরদের প্রিয় বুনোফুল ‘আনাই’ বা ‘আনাইগোটা’। বন উজাড় ও সামাজিক বনায়নের প্রভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে চেনা-অচেনা গাছপালা, লতা-পাতা ও গুল্ম জাতীয় উদ্ভিদ। একসময় ঝোপ-জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করে এক থেকে দুই টাকা সের দরে বিক্রি হতো এই ফল।
আবার অনেক শিশু-কিশোর নিজেরাই বনে গিয়ে ফল সংগ্রহ করে খেত। কেউ কেউ বাজারেও বিক্রি করত এই ফল। কিন্তু আজ এই ফলের অস্তিত্ব প্রায় বিলুপ্ত।
বনাঞ্চলের বসবাসকারী বাসিন্দারা জানান, আমাদের সময় সবাই আনাই ফল চিনত। এখন পাহাড় ও বনজঙ্গলে এ গাছ আর পাওয়া যায় না। নতুন প্রজন্ম তো জানবেই না, এমন কোনো ফল ছিল। কালের বিবর্তনে আর বন উজাড়ের ধারাবাহিকতায় একে একে হারিয়ে গেছে প্রাকৃতিকভাবে জন্মানো এই ফলগুলো।
জানা যায়, আনাই হলো কুল বা বরই গোত্রের একটি বুনো প্রজাতির ফল। স্থানীয়ভাবে একে ‘আনাই’, ‘আনাইগোটা’, ‘আনিগোলা রাগবরই’ কিংবা ‘জংলি বলি’ নামেও ডাকা হয়। পাকা ফলের ঘ্রাণ তীব্র, আকৃতিতে ছোট গোলগাল, পাখি ও বুনোপ্রাণিদের অন্যতম খাদ্য। তবে বর্তমানে মিষ্টি ও বাণিজ্যিক জাতের কুলের চাপে এসব বুনোফল হারিয়ে যাচ্ছে।
গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বরইয়ের মোট ১২টি প্রজাতি রয়েছে। এরা হলো: আনাই, ব্রম্ননি, পাপড়িহীনা, বনবোগুরি, লাব্রা, রাতা, শিয়া, পলেন, বঢা, জাইলো, কুরকুরি ও কুল বলি। এক সময় গ্রামীণ জঙ্গল ও বনাঞ্চলে এসব প্রজাতির গাছ হরহামেশা দেখা যেত। কিন্তু বর্তমানে সেগুলোর অনেককেই আর খুঁজে পাওয়া যায় না।
এদিকে এখন কচুয়া, আপেল, বাউল, কাশ্মীরি, বলসুন্দরী ইত্যাদি নানা জাতের কুল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। মানুষ যদিও আজকাল এসব জংলি বরই না খেলেও পাখি ও বুনোপ্রাণীরা এগুলোর উপর নির্ভর করেই বাচে। তাই এসব গাছ সংরক্ষণ করা জীববৈচিত্র্য রক্ষার জন্য অত্যন্ত জরুরি।
সরকারিভাবে প্রকৃতি ও বন্যপ্রাণির স্বার্থে এখনই উদ্যোগ না নিলে আনাইয়ের মতো আরও অনেক ফল ও উদ্ভিদ হয়তো একদিন শুধুই স্মৃতির পাতায় রয়ে যাবে।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে