আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিল ছাত্র-জনতা

ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও তার বাবা-চাচাকে ধরে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। তারা হলেন- ফতুল্লার মুসলিমনগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ, তার বাবা কামাল ও চাচা জামাল।

মঙ্গলবার বিকেলে ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার থেকে তাদের ধরে ছাত্র-জনতা। পরে সন্ধ্যায় পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

ছাত্রদল নেতা লিয়ান মাহমুদ আকাশ জানান, গডফাদার শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহযোগী তালহা শেখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে হামলা করেছিল। ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকা তালহা ও তার বাবা-চাচা এলাকায় ফিরে আসে। আজ স্থানীয় ছাত্র-জনতা তাদের ধরে করে পুলিশে সোপর্দ করেছে।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা তিন ব্যক্তিকে ধরে পুলিশের কাছে দিয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন