বজ্রপাতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুন

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১৯: ২৭

বজ্রপাতের ফলে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুন লেগেছে।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এসময় কার্যালয়ের দ্বিতীয় তলায় ধোঁয়ার কুণ্ডলি দেখা দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহাকরী পরিচালক আব্দুল্লাহ্‌ আল আরেফিন জানান, বজ্রপাতের ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত