বাঘাডাংগা সীমান্তে ৭৩২ পিস ভায়াগ্রা জব্দ, আটক ১৪

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৫
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ও ১৪ জন বাংলাদেশিকে আটক করেছে ৫৮ বিজিবি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এসব ভায়াগ্রা জব্দ করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, বাঘাডাংগা বিওপি এলাকার সীমান্ত পিলার-৬০/৩৩-আর থেকে ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বাশঁবাগানে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উদ্ধার করা হয় পরিত্যক্ত ৭৩২ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট।

এদিকে ৫৮ বিজিবি অধীনস্থ শ্যামকুড়, পলিয়ানপুর ও বাঘাডাংগা বিওপি এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে ১৪ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত