
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অ্যাডভোকেট ওয়াদুদের
দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

দখলবাজ ও চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য মোংলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

সুন্দরবনে ২ জন পর্যটকসহ রিসোর্টের মালিককে অপহরণ করা বনদস্যু বাহিনী প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে মোংলা কোস্ট গার্ড। এ সময় তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের মোংলায় দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি খান আশিকুজ্জামানের অসুস্থ সন্তানকে দেখতে গেছেন জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বাগেরহাট- ৩ (রামপাল–মোংলা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ।

তবে অপহরণের মতো স্পর্শকাতর ঘটনায় দস্যুরা কীভাবে দিনের আলোতে পর্যটকদের জিম্মি করে নিয়ে গেল—তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।



আজ উদ্ধার অভিযান

বাগেরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী



তিন মাসে শতাধিক জেলে এবং বনজীবী অপহরণ ও নির্যাতনের শিকার












আবেদন অনলাইনে
