
বাংলাবান্ধা থেকে যুবকের পায়ে হেঁটে টেকনাফে যাত্রা
পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে পায়ে হেঁটে টেকনাফের উদ্দেশে যাত্রা করলেন টাঙ্গাইলের টি এম খালিদ মাহমুদ প্রিজম নামের এক যুবক। তিনি পেশায় একজন ক্র্যাক ট্যাকার্স ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির অ্যাডমিন (সিইও)।























