
রাতে চরে ঘুরে ঘুরে অসহায়দের কম্বল দিলেন ইউএনও
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে আছেন তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। খোলা চর, নদীর হিমেল বাতাস এবং পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তীব্র শীতের কারণে চরম দুর্ভোগে আছেন তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। খোলা চর, নদীর হিমেল বাতাস এবং পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু, বৃদ্ধ ও নারীরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন।

উদ্বোধনের পূর্বে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

ভারতের পাহাড়ি ঢলে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তাপাড়ের অন্তত ৪৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলার কোলকোন্দ, আলমবিদিতর, নোহালী, গঙ্গাচড়া সদর, লক্ষীটারী ও মর্নেয়া ইউনিয়নের বিশশাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র দুই মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আলমবিদিতর ও নোহালী ইউনিয়নের একাধিক গ্রাম। রোববার সকাল ৮টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিতে শতাধিক কাঁচা ও কিছু ইটের ঘরবাড়ি ভেঙে পড়ে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং কৃষিজমির ফসল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।