শপথ কেবল একটি ফরমালিটি: ইশরাক

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৫: ১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন বিএনপির ইশরাক হোসেন। তিনি আসন্ন কোরবানি ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি গ্রহণ করবেন। এছাড়া, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘শপথ কেবল একটি ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আগামী কোরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা। আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।’

কর্মপরিকল্পনার বিষয়ে ইশরাক উল্লেখ করেন, ‘দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয়ে একটি জোন-ভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টার মধ্যে)! একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত