বাংলামোটরে সড়ক দুর্ঘটনায় আইডিয়ালের শিক্ষার্থী নিহত

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১৭: ১৮

রাজধানীর বাংলামোটর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আরশাদ আহমেদ সরকার (১৮) মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার ভোরে গুরুতর আহত অবস্থায় আরশাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, আরশাদ মোটর সাইকেল চালিয়ে বাংলামোটর এলাকা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাতিরঝিল থানা পুলিশের একটি টিম রক্তাক্ত অবস্থায় আরশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত আরশাদ আহমেদ লালবাগের ওয়াটার ওয়ার্কস রোডের আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়:

রাজধানী
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত