রায়ের পরও রাস্তায় ইশরাক সমর্থকরা, দুর্ভোগে নগরবাসী

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৫, ১৬: ১৭
আপডেট : ২২ মে ২০২৫, ১৬: ৩১

হাইকোর্টের রায় ইশরাক হোসেনের পক্ষে হওয়ার পরও রাস্তায় রয়েছেন আন্দোলনকারীরা। রাজধানীর কাকরাইল মোড় তাদের আনন্দ মিছিল আর স্লোগানে মুখর। তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার দুপুরের পর কাকরাইল মোড়ে এ চিত্র দেখা গেছে।

এ আন্দোলনের কারণে গণপরিবহনে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। সরজমিনে দেখা যায়, অনেকে গণপরিবহন থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন।

এ আন্দোলন আসতে শুরু করেছেন বিএনপি নেতারা। ইতোমধ্যে এসেছেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি নবী উল্লাহ নবী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে রাজপথে সমর্থকরা। শপথ স্থগিত চেয়ে রিট হাইকোর্টে খারিজ হলেও, দ্রুত তা বাস্তবায়নের দাবিতে অনড় তারা।

ইশরাকের রায় তাদের পক্ষে হওয়ার পরও অন্তর্বর্তী সরকার থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানাচ্ছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সরকারে থেকে ক্ষমতার অপব্যবহার করছেন এই দুই উপদেষ্টা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন আন্দলোনকারীরা।

নেতাকর্মীরা বলছেন, আদালতের রায়ে ইশারাক হোসেনের জয় হয়েছে। এটি শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় বরং গণদাবি ছিলো বলেও মত তাদের। আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ পড়ানোর দাবি জানান সমর্থকরা।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থান অবরোধের কারণে শাহবাগসহ আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিষয়:

রাজধানী
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত