‘লাল নীল ভালোবাসা’ দিয়ে আলোচনায় ঈশাল

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৬: ২২

মাহদীয়া ঈশাল, তার মিষ্টি সুরেলা কন্ঠ দিয়ে ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় হয়েছেন প্রথম রানার আপ আর একই বছর উত্তর আমেরিকা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’তে চতুর্থ হয়েছেন। বর্তমানে আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে পরিচিত এবং আলোচিত এক নাম ঈশাল।

এবার আলোচনায় এলেন তার প্রথম একক মৌলিক গান ‘লাল নীল ভালোবাসা’ দিয়ে। গানটি লিখেছেন কবির বকুল সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। এরইমধ্যে ঈশালের এই গানটি ‘মাহদীয়া ঈশাল’ ইউটিউব চ্যানেল’সহ গুরুত্বপূর্ণ অডিও প্লাটফর্ম স্পটিফাই, আইটিউন, অ্যামাজন মিউজিকে রিলিজ পেয়েছে।

গানটি প্রকাশের পর থেকে বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকের কাছে ঈশালের গায়কী বেশ প্রশংসিত হচ্ছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে আমেরিকাতেই বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন তার মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ।

আমেরিকার শীর্ষস্থানীয় উচ্চ বিদ্যালয় থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেনীর শিক্ষার্থী ঈশাল সাত বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। সম্প্রতি তারা কয়েকজন বন্ধুমিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ডদল গঠন করেছেন। ঈশাল এই ব্যান্ডের লিড ভোকালিস্ট।

মাহদীয়া ঈশাল বলেন, ‘ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার পরম ভালোবাসা। মায়ের কাছেই নাচে হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আর গানের প্রতি আমার ভালোবাসাটা এমন যে গানে গানেই আমি এই প্রজন্মের শিল্পী হিসেবে বিদেশের মাটিতে বাংলা গানকে আরো ছড়িয়ে দিতে চাই। আমার বাবা মা আমাকে পূর্ণ সমর্থন করছেন, তারা প্রতিনিয়ত আমাকে অুনপ্রেরণা দিচ্ছেন। লাল নীল ভালোবাসা গানটি প্রকাশের শুরু থেকেই অভুতপূর্ব সাড়া পাচ্ছি। আরো মৌলিক গান করার ভীষণ অনুপ্রেরণা পেলাম। যেখানেই বাংলা গানের শ্রোতা সেখানেই পৌছে যাক আমার কন্ঠ-এই স্বপ্ন আমার।’

বিষয়:

গান
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত