বিনোদন রিপোর্টার
ঈদুল ফিতরে আলোচিত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। এতে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘জংলি’তে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন এই নায়িকা। ঈদে মুক্তির পর এই সিনেমা দেখার প্রতি দর্শকের আগ্রহ আরো বেড়ে যাওয়ায় এই সিনেমার প্রদর্শনীও বেড়েছে তিনগুণ। যে কারণে সিনেমার অন্যতম প্রধান নায়িকা বুবলী আছেন বেশ খোশ মেজাজে। সিনেমাটির যত ধরনের প্রচার আছে, সবধরনের প্রচারে তিনি অংশ নেওয়ার চেষ্টা করছেন।
এরই মধ্যে গত শনিবার ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ দেওয়া হয় বুবলীকে।
সম্মাননার বিষয়ে বুবলী বলেন, ‘কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া সবসময়ই অনেক ভালো লাগার এবং সামনে আরো ভালো ভালো কাজের জন্য উৎসাহ জোগায় । তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয় কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের।’
অনুষ্ঠানে বুবলীর হাতে এ সম্মাননা তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এ বিষয়ে তিনি বলেন, ‘এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও বটে।’
আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এই সম্মাননা দেওয়ার জন্য। নারীরা সমাজে কাজের সব সেক্টরেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এটি তার প্রতিফলন। নারীদের যাত্রা আলোকিত হোক।’
ঈদে বুবলী অভিনীত সিনেমা জংলি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে জংলি। পরিবারসহ সবাই দেখছেন, সব শো হাউসফুল যাচ্ছে। একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালো লাগে যখন প্রিয় দর্শকরা হলে হলে গিয়ে এভাবে সিনেমা উপভোগ করেন। জংলির পুরো টিম প্রত্যেক দর্শকের কাছে কৃতজ্ঞ এ কারণেই যে, তারা তাদের ভালো লাগার কথা ছড়িয়ে দিয়েছেন সবার কাছে। আমার বিশ্বাস এই ভালো লাগার রেশ থেকে যাবে বহুদিন।’
দর্শকদের জংলি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর এখনো যারা জংলি দেখার সময় সুযোগ করে উঠতে পারেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল সিনেমাটি সপরিবারে উপভোগ করার জন্য। আশা করি ভালো লাগবে আপনাদের। কারণ যারা এরই মধ্যে সিনেমাটি দেখেছেন তারা তাদের ভালো লাগারই কথা বলছেন বারবার।’
এদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগির কাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সনক মিত্র।
ঈদুল ফিতরে আলোচিত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। এতে অভিনয় করেছেন শবনম বুবলী। ‘জংলি’তে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন এই নায়িকা। ঈদে মুক্তির পর এই সিনেমা দেখার প্রতি দর্শকের আগ্রহ আরো বেড়ে যাওয়ায় এই সিনেমার প্রদর্শনীও বেড়েছে তিনগুণ। যে কারণে সিনেমার অন্যতম প্রধান নায়িকা বুবলী আছেন বেশ খোশ মেজাজে। সিনেমাটির যত ধরনের প্রচার আছে, সবধরনের প্রচারে তিনি অংশ নেওয়ার চেষ্টা করছেন।
এরই মধ্যে গত শনিবার ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০২৫’ দেওয়া হয় বুবলীকে।
সম্মাননার বিষয়ে বুবলী বলেন, ‘কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পাওয়া সবসময়ই অনেক ভালো লাগার এবং সামনে আরো ভালো ভালো কাজের জন্য উৎসাহ জোগায় । তবে সফল সব নারীকে নিয়ে কোনো আয়োজনে যখন আলাদা করে সম্মাননা জানানো হয় তখন একটু বেশিই আনন্দ দেয় কারণ একজন নারী হিসেবে এটি ভীষণ গর্বের এবং সম্মানের।’
অনুষ্ঠানে বুবলীর হাতে এ সম্মাননা তুলে দেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেত্রী দিলারা জামান। এ বিষয়ে তিনি বলেন, ‘এই সম্মাননাটি গ্রহণ করি আমি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে। এটাও অনেক অনেক ভালো লাগার বিষয়ও বটে।’
আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ এই সম্মাননা দেওয়ার জন্য। নারীরা সমাজে কাজের সব সেক্টরেই সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে এটি তার প্রতিফলন। নারীদের যাত্রা আলোকিত হোক।’
ঈদে বুবলী অভিনীত সিনেমা জংলি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দিন থেকে এখন পর্যন্ত ভালোবাসা পাচ্ছে জংলি। পরিবারসহ সবাই দেখছেন, সব শো হাউসফুল যাচ্ছে। একজন শিল্পী হিসেবে সত্যিই ভীষণ ভালো লাগে যখন প্রিয় দর্শকরা হলে হলে গিয়ে এভাবে সিনেমা উপভোগ করেন। জংলির পুরো টিম প্রত্যেক দর্শকের কাছে কৃতজ্ঞ এ কারণেই যে, তারা তাদের ভালো লাগার কথা ছড়িয়ে দিয়েছেন সবার কাছে। আমার বিশ্বাস এই ভালো লাগার রেশ থেকে যাবে বহুদিন।’
দর্শকদের জংলি দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আর এখনো যারা জংলি দেখার সময় সুযোগ করে উঠতে পারেননি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল সিনেমাটি সপরিবারে উপভোগ করার জন্য। আশা করি ভালো লাগবে আপনাদের। কারণ যারা এরই মধ্যে সিনেমাটি দেখেছেন তারা তাদের ভালো লাগারই কথা বলছেন বারবার।’
এদিকে বুবলীর প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশনস’ থেকে শিগগির কাজ শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে তিব্বত লাক্সারি সোপের বিজ্ঞাপনেও মডেল হয়েছেন তিনি। এটি নির্মাণ করেছেন সনক মিত্র।
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও সমালোচনা। প্রতারণার অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা।
৬ ঘণ্টা আগেবিতর্ক আর জাভেদ আখতার যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার ইসলাম ধর্মাবলম্বীদের কটাক্ষ করে তোপের মুখে পড়লেন বলিউডের প্রখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। জাভেদ আখতারকে পালটা ‘কুৎসিত’, ‘ভুয়া' বলে বিদ্রুপ করলেন সঙ্গীতশিল্পী লাকি আলি।
৭ ঘণ্টা আগেজাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৮ ঘণ্টা আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
৮ ঘণ্টা আগে