আমার দেশ অনলাইন
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ-এর স্থলাভিষিক্ত হন।
ড. সাইফুল আলম দেশের একজন সুপরিচিত মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ তার পান্ডিত্য ও গবেষণার গভীরতা প্রতিফলিত করে।
তিনি ২০১৩ সালে বিশ্বখ্যাত চাইনিজ একাডেমি অব সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০১৮-১৯ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
তার গবেষণাকর্ম মৃত্তিকার স্বাস্থ্য, টেকসই কৃষি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গভীর প্রভাব ফেলেছে। ড. আলম ২০০৬ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা ও গবেষণা চালিয়ে ২০১৮ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নেতৃত্বদানের ক্ষেত্রেও সমান পারদর্শী।
তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া, প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরিচালক (ছাত্র-কল্যাণ) হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।
ব্যক্তিজীবনে তিনি এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৬ সালে গাজীপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডগরী গ্রামে জন্মগ্রহণ করেন। সততা, দায়বদ্ধতা ও মানবিক নেতৃত্বের জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে সম্মানিত।
ড. মোহাম্মদ সাইফুল আলম এর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও দৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় পরিবার।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদে প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ-এর স্থলাভিষিক্ত হন।
ড. সাইফুল আলম দেশের একজন সুপরিচিত মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে ইতোমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ তার পান্ডিত্য ও গবেষণার গভীরতা প্রতিফলিত করে।
তিনি ২০১৩ সালে বিশ্বখ্যাত চাইনিজ একাডেমি অব সায়েন্সেস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ২০১৮-১৯ সালে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
তার গবেষণাকর্ম মৃত্তিকার স্বাস্থ্য, টেকসই কৃষি ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনার ওপর গভীর প্রভাব ফেলেছে। ড. আলম ২০০৬ সালে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা ও গবেষণা চালিয়ে ২০১৮ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নেতৃত্বদানের ক্ষেত্রেও সমান পারদর্শী।
তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া, প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে পরিচালক (ছাত্র-কল্যাণ) হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।
ব্যক্তিজীবনে তিনি এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৬ সালে গাজীপুর জেলার সদর উপজেলার পশ্চিম ডগরী গ্রামে জন্মগ্রহণ করেন। সততা, দায়বদ্ধতা ও মানবিক নেতৃত্বের জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে সম্মানিত।
ড. মোহাম্মদ সাইফুল আলম এর মতো একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও দৃঢ় হবে এমনটাই প্রত্যাশা করছে বিশ্ববিদ্যালয় পরিবার।
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৫ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৬ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৭ ঘণ্টা আগে