রাবি মেডিকেল সেন্টারে ইবনে সিনা ট্রাস্টের চেয়ার প্রদান

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ২১: ৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীদের জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে বসার চেয়ার প্রদান করা হয়েছে। এর আওতায় তিন আসনবিশিষ্ট ১৩ সেট চেয়ার প্রদান করা হয়, যাতে একসঙ্গে ৩৯ শিক্ষার্থী বসতে পারবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে মেডিকেল সেন্টারে এসব চেয়ার হস্তান্তর করে ইবনে সিনা ট্রাস্টের একটি প্রতিনিধিদল। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের পরিচালক ডা. মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রতিদিন অনেক শিক্ষার্থী সেবা নিতে আসে। তাদের বসার জায়গার সংকট ছিল। এখন তারা আরামে বসতে পারবে। আমরা ইবনে সিনা ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ইবনে সিনা রাজশাহী শাখার ইনচার্জ সায়েদুর রহমান সাঈদ বলেন, ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে আমরা অনেক করপোরেট কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের বসার সুবিধার্থে ৩৯টি চেয়ার প্রদান করা হয়।

তিনি আরো বলেন, রাবি শিক্ষার্থীদের চিকিৎসায় যেকোনো সহায়তা দরকার হলে ইবনে সিনা ট্রাস্ট তা করবে।

এ সময় উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিতে বিভিন্ন জিনিসের সংকট রয়েছে। তার মধ্যে বসার চেয়ার সংকট অন্যতম। ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত