• facebook
  • fb_group
  • twitter
  • tiktok
  • whatsapp
  • pinterest
  • youtube
  • linkedin
  • instagram
  • google
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
সর্বশেষ
জাতীয়
রাজনীতি
বাণিজ্য
সারা দেশ
বিশ্ব
খেলা
আইন-আদালত
ধর্ম ও ইসলাম
বিনোদন
ফিচার
আমার দেশ পরিবার
ইপেপার
আমার দেশযোগাযোগশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিডিএমসিএ
facebookfb_grouptwittertiktokwhatsapppinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার দেশ | সম্পাদক ও প্রকাশক, মাহমুদুর রহমান 
মাহমুদুর রহমান কর্তৃক ঢাকা ট্রেড সেন্টার (৮ম ফ্লোর), ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং আমার দেশ পাবলিকেশন লিমিটেড প্রেস, ৪৪৬/সি ও ৪৪৬/ডি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ: ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।ফোন: ০২-৫৫০১২২৫০। ই-মেইল: info@dailyamardesh.comবার্তা: ফোন: ০৯৬৬৬-৭৪৭৪০০। ই-মেইল: news@dailyamardesh.comবিজ্ঞাপন: ফোন: +৮৮০-১৭১৫-০২৫৪৩৪ । ই-মেইল: ad@dailyamardesh.comসার্কুলেশন: ফোন: +৮৮০-০১৮১৯-৮৭৮৬৮৭ । ই-মেইল: circulation@dailyamardesh.com
ওয়েব মেইল
কনভার্টারআর্কাইভবিজ্ঞাপনসাইটম্যাপ
> জুলাই বিপ্লব

পাঁচবার অপারেশনেও চোখের উন্নতি হয়নি

অন্ধ হওয়ার শঙ্কায় দিন কাটছে শুভর

এম হাসান, কুমিল্লা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০: ৫৫
logo
অন্ধ হওয়ার শঙ্কায় দিন কাটছে শুভর

এম হাসান, কুমিল্লা

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১০: ৫৫

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘড় ইউনিয়নের পালপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে মো. মেহেদী হাসান শুভ। মধ্যবিত্ত পরিবারের সন্তান। চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে এসে চোখে স্প্লিন্টারের আঘাতে আজ চোখের আলো হারোনোর শঙ্কায় দিন কাটছে মেহেদীর।

যাদের রক্তের ওপর পা দিয়ে যারা গদিতে বসে সেই আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসন করা তাদের দায়িত্ব। উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তা চাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের সম্মুখ যোদ্ধা মেহেদী হাসান শুভ।

মেহেদী হাসান শুভর বাবা মো. লিটন মিয়া জানান, এখন পর্যন্ত ৬ লাখ টাকা ঋণ করে চিকিৎসার জন্য খরচ করেছি। আমার একমাত্র ছেলে। আমার ছেলের দুই চোখ নিয়ে আমি চিন্তিত। দেশের জন্য আমার ছেলে এত কিছু করল। কিন্তু এখন চিকিৎসার অভাবে আমার ছেলের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারের সহযোগিতা চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, ২৪ আন্দোলনে আহত ভাইয়েরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের স্বাধীন বাংলাদেশ উপভোগ করতে পারছি। এসব আহত বীর যোদ্ধার সুচিকিৎসা হওয়া প্রয়োজন। যেন আগামী দিনেও তারা যে কোনো দেশবিরোধী শক্তিকে প্রতিরোধে আমাদের নির্দেশনা দিতে পারে। আমি সরকারের কাছে আবেদন করব মেহেদীর হাসান শুভর মতো বীর যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ার চতুর্থ সেমিস্টারের ছাত্র মেহেদী হাসান শুভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনের মিছিল নিয়ে কোটবাড়ী যাওয়ার পর দুপুর ১২টায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

বিশ্বরোডের টমছম ব্রিজ রোডের মাথায় অবস্থান করার সময় প্রথম গুলিটি শুভর বুকে লাগে, দ্বিতীয়টি মাথায়। তারপর রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে বড় ভাইরা তুলে নিয়ে আলেখারচর প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ডাক্তাররা টাওয়ার হসপিটালে পাঠালে সেখান থেকে আবার কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাত্রলীগের হামলার ভয়ে পরে কুমিল্লা ইনসাফ হাসপাতালে এক দিন ভর্তি থাকার পর সেখান থেকে ঢাকা ভিশন আই হসপিটালে রেফার করে। সেখানে এক্স-রে করে দেখা যায় তার দুই চোখে দুটি স্প্লিন্টার আছে।

ভিশন হাসপাতালে যাওয়ার পর অপারেশন করেন ডা. মনিরুজ্জামান। এখন পর্যন্ত প্রায় পাঁচটি অপারেশন হয়েছে। ডা. মনিরুজ্জামান বলেন, বাম চোখ কিছুটা ভালো আছে। বাম চোখে সিলিকন অয়েল রিমুভিং অপারেশন করা হলে কিছুটা ইনপ্রুভ হতে পারে। ডান চোখ নিয়ে শঙ্কা আছে। ডান চোখের জন্য সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে দেখানোর পরামর্শ দেন তিনি। বিদেশে চিকিৎসা না হলে দুনিয়ার আলো না দেখার সম্ভাবনা রয়েছে বলে জানান ডা. মনিরুজ্জামান।

গত ২১ ডিসেম্বর ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঁচজন ডাক্তার দেখার পর পুনরায় ডা. মনিরুজ্জামানের কাছে রেফার করে জাতীয় চক্ষু হাসপাতালের চিকিৎসকরা। পরীক্ষার জন্য চিকিৎসাসেবা বন্ধ করে আছে সে। চোখে ব্যথা হয়। চশমা দিয়েও দেখতে পারে না।

চিকিৎসার জন্য এ পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি তিনি। সরকারি সহায়তা চাইলে বলে সরকারি হাসপাতালে গিয়ে দেখাতে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে লাকসাম জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে বলেছিলেন। কিন্তু সবাই ঘুরেফিরে ডা. মনিরুজ্জামানের কথা বলেন।

চিকিৎসকরা জানিয়েছেন বাম চোখের সম্ভাবনা ৫০ শতাংশ। ডান পাশের চোখ টা ভালো হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ। চোখের রেটিনা ছিঁড়ে ভেতরে চলে গেছে। চোখের অবস্থার আস্তে আস্তে অবনতি হচ্ছে। এটা আমি বুঝতে পারছে সে।

শুভ বলেন, আমার চাওয়ার কিছুই নেই। শুধু চোখের চিকিৎসা করাতে চাই। আমার বাবা একজন কৃষক। চিকিৎসার জন্য এত টাকা কোথায় থেকে পাব। এক ভাই তিন বোনের সংসার। পরিবারের বড় সন্তান আমি।

মা-বাবাকে বলেছি সৃষ্টিকর্তা চাইলে হয়তো অন্য কোনো দুর্ঘটনার মাধ্যমেও আমার এমন অবস্থা হতে পারত। আন্দোলন করতে গিয়ে এমন হয়েছে এটা আমার কাছে অনেক সম্মানের মনে হচ্ছে। আমি আমার দেশের জন্য কিছু করতে পেরেছি এটাই যথেষ্ট। ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম।

সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com

কুমিল্লার লালমাই উপজেলার বেলঘড় ইউনিয়নের পালপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে মো. মেহেদী হাসান শুভ। মধ্যবিত্ত পরিবারের সন্তান। চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করতে এসে চোখে স্প্লিন্টারের আঘাতে আজ চোখের আলো হারোনোর শঙ্কায় দিন কাটছে মেহেদীর।

যাদের রক্তের ওপর পা দিয়ে যারা গদিতে বসে সেই আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসন করা তাদের দায়িত্ব। উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তা চাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথের সম্মুখ যোদ্ধা মেহেদী হাসান শুভ।

বিজ্ঞাপন

মেহেদী হাসান শুভর বাবা মো. লিটন মিয়া জানান, এখন পর্যন্ত ৬ লাখ টাকা ঋণ করে চিকিৎসার জন্য খরচ করেছি। আমার একমাত্র ছেলে। আমার ছেলের দুই চোখ নিয়ে আমি চিন্তিত। দেশের জন্য আমার ছেলে এত কিছু করল। কিন্তু এখন চিকিৎসার অভাবে আমার ছেলের চোখ নষ্ট হয়ে যাচ্ছে। আমি সরকারের সহযোগিতা চাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, ২৪ আন্দোলনে আহত ভাইয়েরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকের স্বাধীন বাংলাদেশ উপভোগ করতে পারছি। এসব আহত বীর যোদ্ধার সুচিকিৎসা হওয়া প্রয়োজন। যেন আগামী দিনেও তারা যে কোনো দেশবিরোধী শক্তিকে প্রতিরোধে আমাদের নির্দেশনা দিতে পারে। আমি সরকারের কাছে আবেদন করব মেহেদীর হাসান শুভর মতো বীর যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ নিতে।

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ার চতুর্থ সেমিস্টারের ছাত্র মেহেদী হাসান শুভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকেড কর্মসূচি চলাকালে গত ১৮ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনের মিছিল নিয়ে কোটবাড়ী যাওয়ার পর দুপুর ১২টায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

বিশ্বরোডের টমছম ব্রিজ রোডের মাথায় অবস্থান করার সময় প্রথম গুলিটি শুভর বুকে লাগে, দ্বিতীয়টি মাথায়। তারপর রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। পরে বড় ভাইরা তুলে নিয়ে আলেখারচর প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ডাক্তাররা টাওয়ার হসপিটালে পাঠালে সেখান থেকে আবার কুমিল্লা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাত্রলীগের হামলার ভয়ে পরে কুমিল্লা ইনসাফ হাসপাতালে এক দিন ভর্তি থাকার পর সেখান থেকে ঢাকা ভিশন আই হসপিটালে রেফার করে। সেখানে এক্স-রে করে দেখা যায় তার দুই চোখে দুটি স্প্লিন্টার আছে।

ভিশন হাসপাতালে যাওয়ার পর অপারেশন করেন ডা. মনিরুজ্জামান। এখন পর্যন্ত প্রায় পাঁচটি অপারেশন হয়েছে। ডা. মনিরুজ্জামান বলেন, বাম চোখ কিছুটা ভালো আছে। বাম চোখে সিলিকন অয়েল রিমুভিং অপারেশন করা হলে কিছুটা ইনপ্রুভ হতে পারে। ডান চোখ নিয়ে শঙ্কা আছে। ডান চোখের জন্য সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে দেখানোর পরামর্শ দেন তিনি। বিদেশে চিকিৎসা না হলে দুনিয়ার আলো না দেখার সম্ভাবনা রয়েছে বলে জানান ডা. মনিরুজ্জামান।

গত ২১ ডিসেম্বর ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে পাঁচজন ডাক্তার দেখার পর পুনরায় ডা. মনিরুজ্জামানের কাছে রেফার করে জাতীয় চক্ষু হাসপাতালের চিকিৎসকরা। পরীক্ষার জন্য চিকিৎসাসেবা বন্ধ করে আছে সে। চোখে ব্যথা হয়। চশমা দিয়েও দেখতে পারে না।

চিকিৎসার জন্য এ পর্যন্ত সরকারি কোনো সহায়তা পাননি তিনি। সরকারি সহায়তা চাইলে বলে সরকারি হাসপাতালে গিয়ে দেখাতে। লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে লাকসাম জেনারেল হাসপাতালে ডাক্তার দেখাতে বলেছিলেন। কিন্তু সবাই ঘুরেফিরে ডা. মনিরুজ্জামানের কথা বলেন।

চিকিৎসকরা জানিয়েছেন বাম চোখের সম্ভাবনা ৫০ শতাংশ। ডান পাশের চোখ টা ভালো হওয়ার সম্ভাবনা ১০ শতাংশ। চোখের রেটিনা ছিঁড়ে ভেতরে চলে গেছে। চোখের অবস্থার আস্তে আস্তে অবনতি হচ্ছে। এটা আমি বুঝতে পারছে সে।

শুভ বলেন, আমার চাওয়ার কিছুই নেই। শুধু চোখের চিকিৎসা করাতে চাই। আমার বাবা একজন কৃষক। চিকিৎসার জন্য এত টাকা কোথায় থেকে পাব। এক ভাই তিন বোনের সংসার। পরিবারের বড় সন্তান আমি।

মা-বাবাকে বলেছি সৃষ্টিকর্তা চাইলে হয়তো অন্য কোনো দুর্ঘটনার মাধ্যমেও আমার এমন অবস্থা হতে পারত। আন্দোলন করতে গিয়ে এমন হয়েছে এটা আমার কাছে অনেক সম্মানের মনে হচ্ছে। আমি আমার দেশের জন্য কিছু করতে পেরেছি এটাই যথেষ্ট। ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

জুলাই বিপ্লবগুলিঅন্ধঅপারেশন
সর্বশেষ
১

হাসিনার রায় পড়া শুরু

২

মাদারীপুরে জনগণের নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

৩

‘আমাদের হাসিনা খালা ৫ আগস্ট সপরিবারে হারিয়ে গেছেন‘

৪

শহীদ জিয়াউর রহমানের আদর্শে কাজ করতে চাই: বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল

৫

ভীরু কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়: চিফ প্রসিকিউটর তাজুল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

জুলাই আন্দোলনে গুলিতে দৃষ্টিশক্তি হারানো এক যোদ্ধাকে বাদী দেখিয়ে অভিনব কায়দায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৫

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মৌলভীবাজার শহরে অন্যান্য শ্রমিকদের সঙ্গে মিছিলে অংশ নেন জসিমও। চৌমুহনায় মিছিলকারী ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আ.লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবুও পিছু হটেনি সাহস নিয়ে পুলিশের বন্দুকের সামনে বুক পেতে পুলিশ ও ছাত্রলীগকে লক্ষ্য

৩১ আগস্ট ২০২৫

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন যোদ্ধা তরুণ আলেম মাওলানা শফিকুর রহমান। আন্দোলন ঘিরে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় পতিত আওয়ামী সরকারের পুলিশ বাহিনীর সঙ্গে তার বাগবিতন্ডার একটি ছবি ভাইরাল হয়ে যায়। রামপুরা এলাকায় আন্দোলনকারীদের মাঝে খাবার বিতরণ করতে দেখা যায় তাকে।

২৯ আগস্ট ২০২৫

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ

তাইমুরের বাবা পুলিশের এসআই মো. ময়নাল হোসেন ভুঁইয়া তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছিলেন, ‘একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে স্যার’। আমার ছেলের কি দোষ ছিল, কেন তাকে এত কষ্ট দিয়ে মারা হলো? কেন তার শরীরে দুইশ গুলি মারা হলো।

১৯ আগস্ট ২০২৫
জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

জুলাই যোদ্ধাকে বাদী সাজিয়ে বানোয়াট মামলা

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না জসিম

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

মাদরাসা ও সংসার হারিয়ে দিশেহারা জুলাইযোদ্ধা শফিকুর

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল  পুলিশ

গুলি খেয়ে কাতরাচ্ছিলেন তাইম, দাঁড়িয়ে উপভোগ করছিল পুলিশ