আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেয়ার নির্বাচনের জন্য পুলিশ আরো কঠোর হবে: আইজিপি

স্টাফ রিপোর্টার
ফেয়ার নির্বাচনের জন্য পুলিশ আরো কঠোর হবে: আইজিপি
ছবি: আমার দেশ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশের সব সক্ষমতা আছে। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য পুলিশ প্রয়োজনে আরো কঠোর হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পূজা উপলক্ষে সাইবার নজরদারি চলছে। কোন ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পাহাড়ে ধর্ষণের ঘটনা ৩ জন জড়িত। ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে গত কয়েক দিনে ৪৯ অপ্রীতিকর ঘটনায় ১৫টি মামলায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে শান্তি বজায় রাখতে কাজ করছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন