ভ্যাপসা গরম ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩১
ছবি: সংগৃহীত

ঢাকায় ভ্যাপসা গরমের দাপট আপাতত অব্যাহতই থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং যেকোনো সময় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, ফলে গরম ও আর্দ্রতার অস্বস্তি চলতেই পারে।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

রোববার রাতের আবহাওয়া বার্তায় আরো বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ঢাকায় অল্প বৃষ্টির আভাস থাকলেও ভ্যাপসা গরম থেকে দ্রুত মুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত