
ভ্যানচালক বাবার স্বপ্ন পূরণে ছেলের মেডিকেলে চান্স
পাঁচ সদস্যের পরিবারে প্রতিদিনের খরচ চালানোই ছিল বড় চ্যালেঞ্জ। তবুও সন্তানদের পড়াশোনার খরচ কখনো কোনো কিছুকে বাধা হয়ে দাঁড়াতে দেননি তিনি। অনেক রাত জেগে বাড়তি খাটুনি করেছেন শুধু বই–খাতার টাকার জন্য। সংসারের ভার লাঘব করতে স্ত্রী আফরোজা খাতুন স্থানীয় একটি গার্মেন্টসে কাজ নেন। পরিবারজুড়ে ছিল একটাই অঙ্গীকা






















