বিটিভিতে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৭: ১০

সর্বনিম্ন ৫০ টাকা খরচ করে মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট, এমন খবর বৃহস্পতিবারই (১৭ এপ্রিল) পাওয়া গেছে। যারা মাঠে গিয়ে প্রিয় দলকে সমর্থন করতে পারবেন না তাদের চোখ থাকবে টিভি পর্দায়। এজন্য নজর রাখতে হবে বিটিভিতে। কারণ আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে দেশের এই সরকারি টিভি চ্যানেল।

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে টিভি সত্ত্ব বিক্রির জন্য গত ১৯ মার্চ দরপত্র আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। এর সময়সীমা ছিল ৭ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি। এমতাবস্থায় বিটিভির দ্বারস্থ হয় বিসিবি। সংস্থাটির প্রস্তাবে রাজি হয়ে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট সিরিজটি সম্প্রচার করবে বিটিভি। এক বিবৃতিতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি বিষয়টি নিশ্চিত করেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২০ এপ্রিল। ২৮ এপ্রিল শুরু হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট। ম্যাচটির ভেন্যু বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত