বিসিবিকে বিদ্রোহী ক্লাবগুলোর লিগ্যাল নোটিস

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮: ০০

ঢাকার লিগ বয়কটের ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ৪৩ ক্লাব। সেই সিদ্ধান্তের পর বিসিবি জানিয়ে দেয়- লিগে অংশ না নিলে ক্লাবগুলোকে অবনমিত করা হবে। তবে ক্লাবগুলোর সঙ্গে বসে এই সিদ্ধান্ত না নেওয়ায় বিসিবিকে লিগ্যাল নোটিস পাঠিয়েছে ক্লাবগুলো। ইন্দিরা রোড ক্রীড়াচক্রের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু ক্লাবগুলোর হয়ে এই নোটিস পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

লিগ্যাল নোটিসে বলা হয়েছে, লিগ বয়কটের ঘোষণা দেওয়া ক্লাবগুলোর বিপক্ষে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা কোনোভাবেই বিসিবির গঠনতন্ত্রের সঙ্গে যায় না। এছাড়া সিসিডিএমের সঙ্গে আলোচনা না করে বিসিবি এমন সিদ্ধান্ত দিতে পারে না বলেও জানানো হয়েছে ওই লিগ্যাল নোটিসে।

আর ঢাকা লিগে নতুন আইন প্রণয়নের জন্য ক্লাবগুলোকে চিঠি দেওয়া এবং আলোচনার প্রয়োজনের নিয়ম আছে বলেও জানিয়ে দেয় ক্লাবগুলো। এরই পরিপ্রেক্ষিতে বিসিবিকে লিগ্যাল নোটিস পাঠিয়েছে লিগ বয়কটের ঘোষণা দেওয়া ৪৩ ক্লাব। নোটিসের পর বিসিবি তাদের সিদ্ধান্তে বদল না আনলে আইনের আশ্রয় নেওয়া হবে বলেও জানায় তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

বিসিবি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত