
স্বল্প সময়ের জন্য ইন্টারনেট চালু করে আবার বন্ধ করল ইরান
টানা ১০ দিনের যোগাযোগ বিচ্ছিন্নতার পর ইরানে স্বল্প সময়ের জন্য সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হলেও তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, নির্দিষ্ট কিছু গুগল ও মেসেজিং সেবায় অল্প পরিসরে সংযোগ ফিরলেও দ্রুতই ট্রাফিকের মাত্রা আবার নেমে যায়।























