
ঈদবাজার
শেষ মুহূর্তের ভিড় প্রসাধন দোকানে
যে কোনো উপলক্ষে নিজেকে সাজাতে ভালোবাসেন নানা বয়সি নারী। আর উপলক্ষটি যদি হয় ঈদুল ফিতর তবে তো কথাই নেই। পছন্দসই পোশাক, জুতার পর তাদের মনোযোগ থাকে প্রসাধনী ও গহনার প্রতি। ঈদের পোশাকটি যতই আকর্ষণীয় হোক না কেন এর সঙ্গে মানানসই সাজগোজ আর গহনা না হলে উৎসব যেন পূর্ণতা পায় না।







