
নিঝুম পল্লির পাঠাগার ছড়িয়ে দিচ্ছে জ্ঞানের আলো
কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের নিঝুম পল্লি আশ্রয়গ্রামের ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। উপজেলা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে পাঠাগারটির অবস্থান। শুধু একটি গ্রাম নয়, আশপাশের কয়েকটি গ্রামও জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে।















