
আধুনিক যুদ্ধ: ড্রোন-এআই’য়ে বদলে যাচ্ছে বৈশ্বিক সংঘাত
মানুষ ড্রোনগুলোকে লক্ষ্যবস্তুর এলাকার দিকে পরিচালিত করে, খুব বেশি হলে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত। এরপর নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। ড্রোনগুলো তখন নিজেরাই লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে বা অনুসরণ করে এবং আঘাত হানার জন্য কৌশলে এগিয়ে যায়, একই সাথে শত্রুপক্ষের জ্যামিংও প্রতিরোধ করতে পারে।

















