
তরুণদের মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করার তাগিদ মাহমুদুর রহমানের
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, কনভেনশনাল মিলিটারিতে খরচ সীমিত করে আমাদের তরুণদের মিলিটারি প্রশিক্ষণ দেয়া উচিত। অনেকটা ইসরাইলের মতো রিজার্ভ ফোর্স হিসেবে দুই নম্বরে এদের রাখা যাবে। আমাদের যে টাকা-পয়সা আছে এটাকে ডিফেন্সিভ ডকট্রিনে খরচ করা উচিত।























