
আলোচনায় আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’
বাবাদের সারাজীবনের পরিশ্রম, ত্যাগ আর অব্যক্ত যন্ত্রণাকে কেন্দ্র করে নির্মিত আবেগঘন নাটক ‘বাবাও মানুষ’, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। পরিবারের জন্য সবকিছু বিলিয়ে দেওয়া বাবার অদৃশ্য সংগ্রাম—নাটকটি সেই বাস্তবতাকে নতুনভাবে সামনে এনেছে।























