
হিমঘরে জমে থাকা ভারতীয় নাগরিকের লাশ প্রশাসনিক সিদ্ধান্তে সৎকার
শরীয়তপুরে সদর হাসপাতালের হিমঘরে প্রায় সাত মাস ধরে পড়ে থাকা ভারতীয় নাগরিক রাজন (৬৩)–এর লাশ অবশেষে সৎকার করেছে কারা কর্তৃপক্ষ। বুধবার সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।























