
গানে গানে ভোলা-বরিশাল সেতুর দাবি আসিফ আলতাফের
ক্যারিয়ারের শুরু থেকে জীবনমুখী গান করেন প্রজন্মের শিল্পী আসিফ আলতাফ। জুলাই অভ্যুত্থানকালে ‘স্টেপ ডাউন হাসিনা’ ও ‘দালালের বন্যা’ গেয়ে তুমুল জনপ্রিয়তা পান এই শিল্পী। তার আগে গেয়েছেন ‘ফ্যাসিবাদী পাগলা ঘোড়া’ ও ‘কাঁটাতার’ শিরোনামের জীবনমুখী গান।




















